ad720-90

মহামারীতে সহায়তা দিতে ম্যাপস আপডেট করলো গুগল


লকডাউন কাটিয়ে বিশ্বজুড়ে মানুষ যখন ‘নতুন স্বাভাবিকতা’র সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তখন গুগল ম্যাপস-এর গ্রাহক সংখ্যা একশ’ কোটি ছাড়িয়েছে। এই গ্রাহকদেরকে সহায়তা করতে সোমবার গুগল ম্যাপস অ্যাপ আপডেট করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর আপডেটেড কোভিড স্তর শিগগিরই আরও তথ্য দেখাবে, ওই অঞ্চলে শনাক্ত হওয়া রোগীর সর্বমোট সংখ্যা এবং কোভিড তথ্যাবলীর জন্য লিঙ্ক।

গুগল ম্যাপস-এর পণ্য বিভাগের প্রধান ডেইন গ্লাসগো বলেছেন, “গুগল ম্যাপস গ্রাহকের রিয়েল টাইম তথ্যের ওপর ভিত্তি করে অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ আপনি দেখতে পাবেন বাসে ভীড় কেমন বা সাবওয়েতে গাড়ির সারি কেমন৷”

কোভিড স্তর চালুর পর থেকে গুগল ম্যাপস-এর মাধ্যমে কোভিড-১৯ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে প্রায় এক কোটি গ্রাহককে সহায়তা দিয়েছে বলে দাবি করেছে গুগল৷

অ্যান্ড্রয়েড এবং আইওএস গুগল ম্যাপস-এ খাবার টেইকআউট এবং সরবরাহ আদেশের খবর জানার ফিচারও চালু করেছে গুগল৷ আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং ভারতে এই ফিচারটি চালু করেছে প্রতিষ্ঠানটি৷

গ্লাসগো বলেছেন, “এখন আপনি জানতে পারবেন কখন খাবার সরবরাহ নিতে হবে বা কখন এটি আপনার দরজায় পৌঁছাবে৷”

আপনি সম্ভাব্য অপেক্ষার সময় এবং সরবরাহ ফি জানতে পারবেন এবং সরাসরি গুগল ম্যাপস অ্যাপ থেকে আপনার পছন্দের খাবারগুলো বারবার অর্ডার করতে পারবেন৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar