ad720-90

আইসোলেশনে যুক্তরাজ্যের কনট্যাক্ট-ট্রেসিং প্রধান


রাতে সতর্কবার্তা পাওয়ার পর এখন “ভালো অনুভব” করছেন বলে হার্ডিংয়ের টুইটের সূত্র ধরে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি৷

“নিজের পণ্যের ব্যক্তিগত অভিজ্ঞতার মতো কিছু নয়৷ সামনে অনেক ঘন্টার জুম মিটিং অপেক্ষা করছে,” যোগ করেন হার্ডিং৷

এক সপ্তাহ আগেই ডিডোর স্বামী রক্ষণশীল দলের এমপি জন পেনরোজকে স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছে অ্যাপটি৷ কয়েকদিন আগেই প্রধান মন্ত্রী বরিস জনসনকেও একই পরামর্শ দিয়েছে অ্যাপটি৷

গত সপ্তাহে টরি দলের এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে বৈঠকের পর রোববার জনসনকে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছে অ্যাপটি৷ পরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যান্ডারসন৷

এনএইচএস অ্যাপ ব্যবহারকারী কোনো ব্যক্তি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তবে, পরিচয় গোপন রেখে ফলাফল শেয়ার করতে পারেন তিনি৷

পরবর্তীতে ওই ব্যক্তির নিকট সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিকে সতর্কবার্তা পাঠায় অ্যাপটি৷ তার মানে আক্রান্ত ব্যাক্তির দুই মিটারের মধ্যে ১৫ মিনিট বা তার বেশি সময় অবস্থান করেছেন সতর্কবার্তা পাওয়া ব্যক্তি৷

সংস্পর্শে আসার পর ১৪ দিন আইসোলেশনে থাকার পরামর্শ দেয় কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপটি৷

হার্ডিংয়ের টুইটে দেখা গেছে, স্বেচ্ছায় আইসোলেশনের আর নয় দিন বাকি তার৷

মে মাসে এনএইচএস-এর টেস্ট অ্যান্ড ট্রেইসের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন হার্ডিং৷ তখন থেকেই ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ প্রোটেকশনের চেয়ারপার্সন তিনি৷ যুক্তরাজ্যের জনস্বাস্থ্য সংস্থা বদলে নতুন গঠন করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ প্রোটেকশন৷

এর আগে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান টকটকের প্রধান ছিলেন ৫২ বছর বয়সী হার্ডিং৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar