ad720-90

অ্যান্ড্রয়েড টেক্সট মেসেজে আসছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন


ফিচারটি চলে এলে গুগল বা তৃতীয় পক্ষের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মেসেজ পড়তে পারবে না। বৃহস্পতিবার ওই গোপনতা ফিচার আনার ব্যাপারে গুগল জানিয়েছে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদনে।

গত বছর গুগল নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের মেসেজিং সেবাকে ঢেলে সাজিয়েছে। রশিদ পড়া ও সূচক টাইপ করার মতো আধুনিক বিষয়গুলো সেবাটিতে যোগ করেছে। আপডেটটি ‘রিচ কমিউনিকেশনস সার্ভিস’ বা আরসিএস নামের এক প্রযুক্তির বদৌলতে দিয়েছে গুগল।

পুরো ব্যপারটিই গুগল করেছিল, ২৫ বছরের পুরোনো এসএমএস প্রক্রিয়ার বিকল্প হিসেবে আরসিএসকে প্রতিষ্ঠিত করতে। বৃহস্পতিবার গুগল জানিয়েছে, গোটা বিশ্বের ব্যবহারকারীরাই আরসিএস পেয়েছেন। গত বছর যথন গুগল আপডেটটি ছেড়েছিল, তখন এর সঙ্গে কোনো এন্ড-টু-এন্ড এনক্রিপশন ছিল না। ওই সময় ব্যাপারটিকে “যথেষ্ট জটিল বিষয়” এবং “কারিগরি জটিলতা” বলে এড়িয়ে গিয়েছিল প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, অ্যাপলের আইমেসেজ, হোয়াটসঅ্যাপ, ফেইসবুক মেসেঞ্জারে আগে থেকেই রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন।

এবার হয়তো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মেলাতেই অ্যান্ড্রয়েড মেসেজ অ্যাপে গোপনতা ফিচারটি আনার ঘোষণা দিলো গুগল। প্রাথমিক পর্যায়ে ওয়ান-অন-ওয়ান চ্যাটিং অপশনে আসবে এনক্রিপশন সুবিধা। দুই পাশের ব্যবহারকারীরই যদি আরসিএস ফিচার চালু থাকে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সচল হয়ে যাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন।

এ মাসেই গোপনতা ফিচারটির পরীক্ষা শুরু করবে গুগল। আগামী বছর পর্যন্ত অব্যাহত থাকবে ফিচার নিয়ে আসার কাজ।

বিশ্বের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম এখন অ্যান্ড্রয়েড। বাজারে বিক্রি হওয়া দশটি স্মার্টফোনের নয়টিতেই দেখা মেলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের। গুগলের সার্চ ও ম্যাপসের মতো সেবার গেটওয়ে হিসেবেও কাজ করে অপারেটিং সিস্টেমটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar