ad720-90

গেটস: ফেব্রুয়ারি নাগাদ ‘প্রায় সব’ টিকা কাজ করবে


করোনাভাইরাস টিকা উন্নয়নের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছেন গেটস। সামনে দুটি করোনাভাইরাস টিকা যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ এর অনুমোদন পেতে পারে। এর একটি ফাইজারের, আর অন্যটি মডার্নার। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, প্রতিষেধকগুলো করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকরী ভূমিকায় লড়তে পারবে।

গেটস আশাবাদী অন্যান্য করোনাভাইরাস টিকা নিয়েও। অনেক প্রতিষ্ঠানের টিকা তৈরির খবর এখনও সংবাদ শিরোনামে জায়গা করে নেয়নি। এরকম প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, নোভাভ্যাক্স, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন।

গেটস বলেছেন, “প্রায় সব টিকাই কাজ করবে বড় মাপের কার্যকরী মাত্রায়।” তিনি আরও বলেন, “আমি আশাবাদী ফেব্রুয়ারি নাগাদ প্রত্যেকটিই খুব কার্যকর এবং নিরাপদ হিসেবে প্রমাণিত হবে।” তবে, বিপদ রাতারাতি কাটবে না বলেও ইঙ্গিত করেছেন তিনি।

“আমাদের আগামী ছয় মাস নিয়ে খুব চিন্তিত থাকা উচিত।” – শঙ্কা প্রকাশ করেছেন গেটস। তিনি ধারণা করছেন, যুক্তরাষ্ট্রে শীতের প্রায় পুরোটা জুড়েই প্রতিদিন করোনাভাইরাস মৃত্যু দুই হাজার ছাড়াবে।

টিকা পরীক্ষা ও বিতরণ ভিত্তিক সমস্যা নিয়েও আলোচনা করেছেন তিনি। গেটসের বিশ্বাস, চ্যালেঞ্জ মোকাবেলা করে উঠা সম্ভব হবে। “আমার মনে হয় কিছুটা ত্রুটিপূর্ণ পন্থায় লজিস্টিকসের সমাধান হবে।” – বলেছেন তিনি।

“সময়ের সঙ্গে সঙ্গে আমরা রোগ সংক্রমণ রোধে প্রয়োজনীয় ৭০ শতাংশের বেশি মাত্রায় যেতে পারব।” – যোগ করেছেন গেটস।

গেটস এবার নিজস্ব থ্যাংকসগিভিং নৈশভোজ সংক্ষিপ্ত রাখবেন বলে জানিয়েছেন। অনুপস্থিত পারিবারিক সদস্যদের সঙ্গে কথা বলতে ভিডিও কলের আয়োজন করবেন গেটস। মার্কিনীদের মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহবানও জানিয়েছেন তিনি।

“চেষ্টা করুন, যাতে আপনার পরিবারকে এই মহামারীর শেষ মৃত্যুর শিকার না হতে হয়। কারণ বসন্ত পর্যন্ত আপনাকে এটি পার করতে হবে, ওই সময়টিতেই প্রতিষেধক আসলে সংখ্যা কমানো শুরু করবে।” – যোগ করেছেন গেটস।     





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar