ad720-90

বাংলাদেশের বাজারের জন্য ‘গ্যালাক্সি এম৫১’ আনলো স্যামসাং


স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গ্যালাক্সি এম৫১ ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০জি অক্টাকোর ডুয়াল ২.২ গিগাহার্টজ + হেক্সা ১.৮ গিগাহার্টজ প্রসেসর এবং অ্যাডরেনো ৬১৮ জিপিইউ।

এ ছাড়াও ডিভাইসটিতে রয়েছে আট গিগাবাইট র‌্যাম, সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ২৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন ফাস্ট চার্জার।

গ্যালাক্সি এম৫১ ডিভাইসটিতে দেখা মিলবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের। স্মার্টফোনটির মূল ক্যামেরা হিসেবে থাকছে ৬৪ মেগাপিক্সেল (ওয়াইড), ১২ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড), পাঁচ মেগাপিক্সেল (ম্যাক্রো) এবং পাঁচ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। সামনের ক্যামেরা হিসেবে ডিভাইসটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন (এফ২.২) ক্যামেরা।

ডিভাইসটিতে আরও রয়েছে ১২৮ গিগাবাইট স্টোরেজ এবং ৫১২ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ। অন্যদিকে, পর্দা হিসেবে দেখা মিলবে ৬.৭ ইঞ্চি আকারের এফএইচডি+ (২৪০০ x ১০৮০) ও এসঅ্যামোলেড প্লাস ইনফিনিটি ‘ও’ ডিসপ্লের। এ ছাড়াও থাকছে স্টেরিও স্পিকারসহ ডলবি অ্যাটমস অডিও সিস্টেম।    

২ ডিসেম্বর বা স্টক থাকাকালীন অর্ডার করা যাবে ডিভাইসটি। গ্যালাক্সি এম৫১-এর দাম পড়বে ৩৫ হাজার নয়শ’ ৯৯ টাকা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar