ad720-90

করোনাভাইরাস: টিকার প্রশাসনিক ডেটা দেখাবে ফেইসবুক


জাকারবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে সিএনবিসি জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর এ সময়ে পদক্ষেপে সহায়তা করতে এরই মধ্যে বাইডেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে ফেইসবুক৷

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির সঙ্গে এক লাইভ স্ট্রিমিংয়ে ফেইসবুক প্রধান বলেন, “কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা আমরা একত্রে করতে পারি৷  এরই মধ্যে আমরা টিকার বিষয়ে প্রশাসনিক তথ্য শেয়ারের পরিকল্পনা করছি৷” 

সিএনবিসি বলছে, গ্রাহককে কীভাবে এই তথ্য জানানো হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জাকারবার্গ৷

মে মাসে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক এ মাধ্যমটির প্রধান বলেছিলেন, সঠিক তথ্য শেয়ার করতে এবং ভুল ধারণা ভাঙতে ২০২০ সাল জুড়ে অনেক পদক্ষেপ নিয়েছে ফেইসবুক৷

মার্চ মাসে কোভিড-১৯ তথ্য কেন্দ্র চালু করেছে প্রতিষ্ঠানটি৷  অগাস্ট মাসে ২০২০ মার্কিন নির্বাচনের জন্যও আরও একটি তথ্য কেন্দ্র চালু করেছে তারা৷ এমনকি জলবায়ু পরিবর্তনের জন্যও একটি তথ্য কেন্দ্র বানানোর পরিকল্পনা রয়েছে ফেইসবুকের৷

স্বাস্থ্য পরামর্শ বিষয়ক ফেইসবুক গ্রুপকেসীমিত করতে সেপ্টেম্বরে নতুন নীতিমালার ব্যাপারেও ঘোষণা দিয়েছে সামাজিক মাধ্যমটি৷

এছাড়াও টিকাদানে নিরুৎসাহিত করছে – এমন বিজ্ঞাপন অক্টোবরে নিষিদ্ধ করার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে ফেইসবুক৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar