ad720-90

গ্যালাক্সি এস২১–তে কাজ করবে না পুরোনো পরিধেয় ডিভাইস


স্যামসাং মেম্বারস অ্যাপে আসা এক নোটিফিকেশন মারফত প্রথম এ খবর সম্পর্কে জানতে পারেন ব্যবহারকারীরা। ওই নোটিফিকেশনে জানানো হয়, আসন্ন ডিভাইসটিতে স্যামসাংয়ের কয়েকটি স্মার্টওয়াচ এবং ফিটনেস ট্র্যাকার কাজ করবে না।

“স্যামসাংয়ের পুরানো পরিধেয় ডিভাইসে বিদ্যমান সেবার মান শুধু অ্যাপ আপডেটের ভিত্তিতে নিশ্চিত করা যাবে না। আর তাই, নতুন স্যামসাং স্মার্টফোনে (২০২১ সালে উন্মোচিত থেকে) পুরোনো পরিধেয় ডিভাইস ব্যবহার করা যাবে না।

গিজমো চায়না এক প্রতিবেদনে জানিয়েছে, গ্যালাক্সি গিয়ার, গ্যালাক্সি গিয়ার ২, গ্যালাক্সি গিয়ার ২ নিও, গিয়ার এস, গিয়ার ফিট থাকবে বাদ পড়া পরিধেয় ডিভাইসের তালিকায়।

ব্যবহারকারীরা বর্তমানে বাজারে বিদ্যমান স্যামসাং স্মার্টফোনগুলোতে ওই পরিধেয় ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন।

ধারণা করা হচ্ছে, জানুয়ারির ১৪ তারিখেই চলে আসবে গ্যালাক্সি এস২১। স্যামসাংয়ের ওই ফ্ল্যাগশিপ সিরিজে থাকবে গ্যালাক্সি এস২১, গ্যালাক্সি এস২১ প্লাস এবং গ্যালাক্সি এস২১ আল্ট্রা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar