ad720-90

করোনাভাইরাস: ভুলবশত অনলাইনে লাখো রাশিয়ান রোগীর তথ্য


এক কর্মকর্তা দাবি করেছেন, অভ্যন্তরীণ তদন্তে একটি ভুল শনাক্ত হয়েছে, তবে হ্যাকিংয়ের কোনো ঘটনা ঘটেনি।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তথ্য ফাঁসের ঘটনাটি সামনে এনেছে সংবাদ সাইট রিডোকা। সাইটটি দাবি করেছে, করোনাভাইরাস আক্রান্তের আসল সংখ্যা অফিশিয়াল পরিসংখ্যানে কমিয়ে দেখানো হয়েছে, ফাইলগুলো সেই ইঙ্গিতই দিচ্ছে।

ডায়াগনসিস এবং পরীক্ষার ফলাফলের সঙ্গে তিন লাখ ব্যক্তির নাম রয়েছে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

অন্যান্য ব্যক্তিগত তথ্যের সঙ্গে ইন্সুরেন্স নাম্বার, বাড়ির ঠিকানা, টেলিফোন নাম্বার এবং পাসপোর্টের বিস্তারিতও রয়েছে তালিকায়।

রাশিয়ান সংবাদ মাধ্যম তাসের তথ্যানুসারে, মস্কোতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ছয় লাখ ৬০ হাজার ৭৩জন। ফাঁস হওয়া ফাইলে তার আংশিকের তথ্য রয়েছে।

মস্কো ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজিস প্রধান এডওয়ার্ড লাইসেনকো বলেছেন, “যাচাইয়ে আমরা নিশ্চিত হয়েছি যে, মস্কো শহরের সরকারি তথ্য ব্যবস্থায় কোনো অনুপ্রবেশ ঘটেনি। মানুষের ভুলের কারণেই তথ্য ফাঁস হয়েছে।”

প্রতিবেদনে তাস জানিয়েছে, নয়শ’ ৪০ মেগাবাইটের তিনশ’ ৬২টি এক্সেল ফাইল আপলোড হয়েছে। এর মধ্যে কিছু ফাইলে এক লাখের বেশি সারি রয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar