ad720-90

রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে গুগল


সিএনবিসিকে এক ইমেইল বিবৃতিতে গুগল জানিয়েছে, “গ্রাহককে সুরক্ষা দিতে আমরা নিয়মিতই কিছু সময়ের জন্য বিজ্ঞাপন বন্ধ রাখি অপ্রত্যাশিত, সংবেদনশীল আয়োজনের ক্ষেত্রে, যাতে বিজ্ঞাপন ব্যবহার করে আয়োজনের ভুল তথ্য ছড়ানো না যায়।”

“আমরা যেহেতু নির্বাচন পরবর্তী এই সময়কে আর সংবেদনশীল মনে করছি না, আমরা কঠোরভাবে আমাদের বিজ্ঞাপন নীতিমালা প্রয়োগ করবো। নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা হারাতে পারে, এমন ভুয়া তথ্য ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ এই নীতিমালায়।”

বিজ্ঞাপনদাতাদেরকে পাঠানো এক চিঠিতে গুগল জানিয়েছে, বৃহস্পতিবার থেকে নির্বাচনী বিজ্ঞাপনকে ঘিরে স্পর্শকাতর আয়োজনের নীতিমালা তুলে নেওয়া হচ্ছে।

এদিকে বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা নিয়ে ফেইসবুকের সমালোচনা করেছে প্রতিষ্ঠানের কিছু বিজ্ঞাপনদাতা। ১১ নভেম্বর সামাজিক মাধ্যমটি জানিয়েছে, নিষেধাজ্ঞা আরও এক মাস চলবে বলে আশা করছে তারা।

বিজ্ঞাপনদাতাদের দাবি, নিষেধাজ্ঞার কারণে সমর্থকদের কাছ থেকে দলগুলোর জোগাড় এবং ভোটারদের শিক্ষাদান বাধাগ্রস্থ হয়েছে।

সামাজিক মাধ্যমটিতে এই নিষেধাজ্ঞা শীঘ্রই উঠবে কি না, সে বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি ফেইসবুক।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar