ad720-90

জাপানের পাঠাগারে বই জীবাণুমুক্ত করছে অতিবেগুনী রশ্মি


গোটা জাপান জুড়েই পাঠাগারগুলোতে আল্ট্রাভায়োলোট (ইউভি) বা অতিবেগুণী রশ্মির যন্ত্র বসানো হচ্ছে। রয়টার্স উল্লেখ করেছে, ৩০ সেকেন্ডের মধ্যে ইউভি আলোতে বই জীবাণুমুক্ত ও পৃষ্ঠা থেকে ধুলো খসে পড়তে দেখছেন পাঠাগারে আগতরা।

উত্তর টোকিও’র ইতাবাশি অঞ্চলের ‘নারিমাসু লাইব্রেরি’তে এ ধরনের যন্ত্র রয়েছে ২০১৮ সাল থেকেই। কিন্তু পাঠাগারটির ব্যবস্থাপক জানিয়েছেন, এখন তিন গুণের মতো বেশি ব্যবহৃত হচ্ছে যন্ত্রটি।

পাঠাগারে সামনের টেবিলে থাকা ‘রক্ষক’রাই এভাবে বই জীবাণুমুক্ত করছেন। বই দেওয়ার সময় একবার, এবং বই ফেরত নেওয়ার সময় একবার। তবে, ব্যাপারটিকে এখনও বাধ্যতামূলক করা হয়নি।

প্রতি সপ্তাহেই পাঠাগার থেকে সন্তানের জন্য শিশুদের উপযোগী বই নেন এরিকো ইসোজাকি। তিনি জানিয়েছেন, তার সন্তান নীল অতিবেগুণী রশ্মি দেখতে পছন্দ করে। “আমি ঠিক নিশ্চিত না এটি কাজ করে কি না, তবে কোনো কিছু না থাকার চাইতে এটা ভালো।” – বলেছেন তিনি।

“দেখতে ভালোই লাগে। আমার সন্তানও এটি (যন্ত্র) উপভোগ করে।” –যোগ করেছেন তিনি।

রয়টার্স উল্লেখ করেছে, পাঠাগারের অনেক রক্ষকই অনেক বয়োজ্যেষ্ঠ। তাদেরকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়াটাও গুরুত্বপূর্ণ। এদের অনেকেই বই ফেরত নেওয়ার সময় ইউভি আলোর যন্ত্র ব্যবহার করেন।

এরকমই একজন ৭৭ বছর বয়সী ইয়াসুহিতো কোবাইয়াশি। তিনি বলেছেন, “এটি বই জীবাণুমুক্ত করার কারণে আমি নিশ্চিন্ত বোধ করি … তবে এটি আদৌ কার্যকর কি না সে ব্যাপারে নিশ্চিত নই।”

রয়টার্স বলছে, বড় মাপের মৃত্যু এবং সংক্রমণ এড়াতে পারলেও, বর্তমানে সংক্রমণের তৃতীয় ঢেউ পার করছে জাপান।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar