ad720-90

আবারও বিভ্রাটের শিকার জিমেইল


প্রতিবেদনে প্রযুক্তি সাইট ভার্জ জানিয়েছে, সেবার পরিস্থিতি জানানোর পাতায় গুগল বলেছে, ইনবক্সে ঢুকতে পারলেও “এরর বার্তা, সংযোগে বেশি বাধা এবং অন্যান্য অপ্রত্যাশিত আচরণের” সম্মুখীন হতে পারেন গ্রাহক। পূর্বাঞ্চলীয় (নিউ ইয়র্ক স্থানীয় সময়) সময় ছয়টা ৫১ মিনিটে এই সমস্যা সমাধান হয়েছে।

একদিন আগেই বিশ্বজুড়ে বড় বিভ্রাটের শিকার হয়েছে জিমেইল, ইউটিউব এবং গুগল ডকস-সহ প্রতিষ্ঠানের আরও অনেক সেবা।

মঙ্গলবার অনেক গ্রাহক অভিযোগ করেছেন, তারা ইনবক্সে ঢুকতে পারছেন না। আবার অনেক গ্রাহক বলেছেন, কারও অ্যাড্রেসে ইমেইল পাঠাতে গেলে ফিরতি বার্তা আসছে। প্রোটোনমেইল বলেছে, জিমেইল গ্রাহককে পাঠানো ইমেইল “স্থায়ীভাবে ফেরত আসছে”, মূল প্রেরকের কাছে ‘এরর’ বার্তা যাচ্ছে।

গুগলের ক্লাউড গেইমিং সেবা স্টেডিয়াতেও সমস্যা দেখা গেছে। তবে, এটি জিমেইলের সঙ্গে জড়িত কি না, তা স্পষ্ট নয়।

ভার্জকে গুগল জানিয়েছে, সমস্যার কারণে “কিছু গ্রাহক গেইম চালু করতে পারছেন না।” এই সমস্যা সমাধান হয়েছে মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় চারটা ৩১ মিনিটে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar