ad720-90

‘অডিও-অনলি’ মোড পরীক্ষা করছে নেটফ্লিক্স


প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট তাদের প্রতিবেদনে বলছে, ফিচারটির সুবিধা যারা পেয়েছেন, তারা ‘ভিডিও অফ’ নামের একটি বাটন দেখতে পাবেন। ‘ফুল স্ক্রিন প্লেয়ার’ –এর উপরের দিকে দেখা যাবে বাটনটি। আগ্রহীরা ওই বাটনের মাধ্যম চালু করে নিতে পারবেন ‘অডিও-অনলি’ মোড।

‘অডিও-অনলি’ মোডে প্রিয় অনুষ্ঠানটি পডকাস্টের মতো শুনতে পারবেন নেটফ্লিক্স ব্যবহারকারীরা। অক্টোবরে ফিচারটি প্রথমে খুঁজে বের করেছিল এক্সডিএ ডেভেলপারস।

এ প্রসঙ্গে নেটফ্লিক্স মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “আমরা সবসময় আমাদের প্রহকদের জন্য নেটফ্লিক্সের মোবাইল অভিজ্ঞতাকে উন্নত করার লক্ষ্যে নতুন পথ খুঁজছি। আমরা বিভিন্ন দেশে, ভিন্ন ভিন্ন সময়ের জন্য পরীক্ষা চালাই – এবং মানুষ যদি সেগুলোকে উপকারী মনে করে তাহলে তা আমরা বড় পরিসরে নিয়ে আসি।”

করোনাভাইরাস মহামারীর সময়টিতে নেটিফ্লক্সের ব্যবসা বেড়েছে। লকডাউন শুরু হওয়ার পর এপ্রিলে দেড় কোটি গ্রাহক পাওয়ার খবর জানিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এ বছরের প্রথম প্রান্তিকের হিসেব অনুসারে, নতুন করে এক কোটি ৬০ লাখ গ্রাহক পেয়েছিল প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের ১৯০টিরও বেশি দেশে নিজেদের স্ট্রিমিং সেবা রয়েছে নেটফ্লিক্সের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar