ad720-90

জার্মানিতে বন আংশিক কাটার অনুমতি মিললো টেসলার


পরিবেশবাদীরা টেসলাকে বন উজাড় করা থেকে ঠেকাতে আদালতে গিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা পুরোটা আর হলো না। বার্লিনের নিকটবর্তী অঞ্চলে ওই কারখানা স্থাপনের জন্য টেসলাকে বনাঞ্চলের আংশিক কাটার অনুমতি দিয়েছে আদালত।

সাময়িকভাবে কিছুদিন পুরো ব্যাপারটি স্থগিত ছিল। রয়টার্স উল্লেখ করেছে, এ সময়টিতে পুরো বিষয়টি খতিয়ে দেখেছে আদালত।

শুক্রবারের রায়ে আদালত জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে গাছ কাটা বিষয়ে টেসলার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। কিন্তু বাদবাকি এলাকাতে নিষেধাজ্ঞা বহালের কোনো যৌক্তিক কারণ নেই। মূলত এর মধ্য দিয়ে আদালত পরিবেশবাদীদের পক্ষেই রায় দিয়েছে।

তাৎক্ষণিকভাবে টেসলা বা পরিবেশ দলগুলোর কোনো মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। সাধারণ কর্মদিবসের বাইরে কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি তারা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar