ad720-90

[HoT] প্রফেশনালদের মতো যেকোন ফটো ইনহেন্স করুন(ব্লার অথবা পুরাতন ছবিকে নতুন করুন), স্কেচ রিমুভ করুন, ব্ল্যাক & হোয়াইট ছবিকে কালার করুন মাত্র এক ক্লিকেই।


আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।

বরাবরের মতো আবারও হাজির হলাম আরও একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিকে আমি আপনাদের দেখাব কীভাবে প্রফেশনালদের মতো যেকোন ফটো ইনহেন্স করবেন(ব্লার অথবা পুরাতন ছবিকে নতুন করবেন), যেকোন ফটো থেকে স্কেচ রিমুভ করবেন, ব্ল্যাক & হোয়াইট ছবিকে কালার করবেন ইত্যাদি। আর এই সবগুলো কাজ করতে পারবেন  আপনার হাতের Android(অথবা iOS) ফোনটি দিয়েই, তাও আবার এক ক্লিকেই। সত্যিই অবিশ্বাস্য!

এই অ্যাপটি যখন আমি প্রথম ব্যাবহার করেছিলাম আমি নিজেই শক পেয়েছিলাম। অনেকেরই মনে হতে পারে যে একটি অ্যান্ডয়েড অ্যাপ আর এমন কি করতে পারেবে। কিন্তু, আমি মনে করি অ্যাপটি ব্যাবহার করার পর আপনারা ঠিকই বুজতে পারবেন। যদিও আপনি একজন প্রফেশনালকে টাকা দিয়ে যে সার্ভিসটি আশা করতে পারেন সেটি হয়তো এই অ্যাপ থেকে পাবেন না, যেহেতু এটি একটি এআই(AI) বেইসড অ্যাপ। কিন্তু, এটি আপনাকে নিরাস করবে না।

অ্যাপের তথ্যঃ

Name: Remini – Photo Enhancer(Android) | Remini – AI Photo Enhancer(iOS)
Size: Android 40MB± (Varies with device) | iOS 88.9 MB
Installs: 10,000,000+
Rating: 4.7(Play Store) | 4.8 (App Store)
Requires: Android 4.4 and up | iOS 9.3 or later
Current Version: 1.3.10
Download Link: Play Store | App Store

অ্যাপের সুবিধা ও অসুবিধাঃ

  • যেকোন ফটো এবং ভিডিও ইনহেন্স করতে পারবেন। যার ফলে কম রেজুলেশনের ছবি/ভিডিও থেকে বেশি রেজুলেশনের ছবি/ভিডিও তৈরি হবে।
  • যেকোন ফটো থেকে স্কেচ রিমুভ করতে পারবেন।
  • ব্ল্যাক & হোয়াইট ছবিকে কালার করতে পারবেন।
  • যেকোন ফটোকে কার্টুন আর্টে পরিনত করতে পারবেন।
  • ভিডিও থেকে ফেসমো(FaceMo) ভিডিও তৈরি করতে পারবেন।
  • ভিডিও থেকে এনিমেইট তৈরি করতে পারবেন। ইত্যাদি।
  • ইন্টারনেট কানেকশন লাগবে।
  • একটি একাউন্ট থেকে যেকোন ফিচার প্রতিদিন শুধু ৫ বার ব্যাবহার করতে পারবেন। কিন্তু, আনলিমিটেড একাউন্ট তৈরি করে এই জামেলা থেকে মুক্তি পেতে পারেন(কিন্তু এড এর জামেলা থাকবেই) অথবা প্রতি মাসে ৪২০ টাকা দিয়ে প্রো প্যাক কিনতে পারেন(এড ফ্রি)।

অ্যাপের স্ক্রিনশটঃ

Image Credit: App Store

আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছ। কোন অংশ না বুজে থাকলে অবশ্যই কমেন্ট করবনে।অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন। আর, ভাল কিছু পেতে পোস্টে কমেন্ট করে টিউনারদের উৎসাহিত করুন। Signing Out…

আল্লাহ্‌ হাফেজ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar