ad720-90

গেইমিং কনসোল আনছে কেএফসি, গরম করা যাবে মুরগি


এক বিবৃতিতে কেএফসি বলেছে, “মুরগির কুঠুরিটি এর ভেতরের উপাদান গরম রাখবে, উত্তেজনাপূর্ণ গেইমিংয়ের সময় খাবার তৈরি থাকবে।”

বিবিসি’র প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গেইমিং কনসোলটি বানিয়েছে বৈশ্বিক হার্ডওয়্যার প্রস্তুতকারক কুলার মাস্টার এবং অন্যান্য গেইমিং কনসোলের মতোই উচ্চ-মানের গেইম খেলা যাবে এতে।

জুন মাসেই গেইমিং কনসোলটির ঘোষণা দিয়েছে কেএফসি। তখন অনেকেই এটিকে প্রচারণার ফাঁদ মনে করেছিলেন।

প্রতিষ্ঠানটি বলছে, নতুন কনসোলটিতে একটি কাস্টম-বিল্ট কুলিং ব্যবস্থা রয়েছে, যা মুরগি গরম করতে কনসোলে উৎপাদিত তাপকে কাজে লাগায়।

বিবিসিকে কেএফসি মুখপাত্র মার্ক চিভার্স বলেছেন, “উচ্চ-পর্যায়ের স্পেসিফিকেশনে গেইম চালাতে সক্ষম এই মেশিনটি। তার উপর গেইমিংয়ের সময় খাবার উপভোগ করতে এটি খাবারকে গরম রাখবে।”

“কীভাবে মুরগির কুঠুরিটি নকশা করতে হবে, সনি বা মাইক্রোসফট যদি এ ব্যাপারে পরামর্শ চায়, আমরা যোগাযোগ করতে স্বাগত জানাবো,” যোগ করেন চিভার্স।

নতুন কনসোলটির দাম এবং কবে নাগাদ এটি বাজারে আসতে পারে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ফাস্ট ফুড চেইনটি।

জুন মাসেই কেএফকনসোলের প্রচারণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। কেএফসি গেইমিং টুইটার পেইজে এক কোটি ১০ লাখের বেশি বার দেখা হয়েছে এর প্রচারণা পোস্ট।

কনসোলটি বানাতে বৈশ্বিক হার্ডওয়্যার নির্মাতা কুলার মাস্টারের সঙ্গে অংশীদারিত্বের কথা নিশ্চিত করেছে কেএফসি।

“আমরা সবাই জানি কনসোল প্রতিযোগিতা কঠিন, কিন্তু কেএফকনসোলকে ফ্ল্যাগশিপ পণ্য বানাতে আমরা আত্মবিশ্বাসী,” যোগ করেন চিভার্স।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar