ad720-90

আগামী বছর ভারতে আসছে টেসলা


সোমবার ভারতীয় দৈনিক ইনডিয়ান এক্সপ্রেসকে গাড়কারি বলেছেন, গাড়ি বিক্রি দিয়ে শুরু করবে টেসলা এবং প্রতিক্রিয়া দেখে হয়তো পরবর্তীতে গাড়ি উৎপাদনের দিকে এগোতে পারে প্রতিষ্ঠানটি।

অনেকদিন ধরেই তেলের ওপর নির্ভরশীলতা এবং দূষণ কমাতে আগ্রহ প্রকাশ করে আসছে ভারত। কিন্তু উৎপাদন ও চার্জিং স্টেশনের মতো স্থাপনায় বিনিয়োগের অভাবে বৈদ্যুতিক যানের প্রচারণায় বাধাগ্রস্ত হচ্ছে দেশটি।

প্রথমে টেসলার সবচেয়ে সস্তা মডেল ৩ গাড়ি ভারতের বাজারে আনবে প্রতিষ্ঠানটি। ইকোনোমিক টাইমসের প্রতিবেদনের তথ্যমতে, গাড়িটির বাজার মূল্য শুরু হবে ৫৫ লাখ ভারতীয় রুপি থেকে।

২০২১ সালে ভারতের বাজারে প্রবেশের বিষয়টি রোববার টুইটার মন্তব্যে নিশ্চিত করেছেন টেসলা প্রধান ইলন মাস্কও। তবে, এমনটা জানুয়ারিতে হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

অক্টোবরে টেসলাকে ভারত ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলো দেশটির সরকার। এর কয়েক সপ্তাহ পরেই আগামী বছর দেশটির বাজারে প্রবেশের কথা জানিয়েছিলেন মাস্ক।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar