ad720-90

এলজি’র সঙ্গে হাজার কোটি ডলারের ব্যাটারি চুক্তি ইন্দোনেশিয়ার


প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ইন্দোনেশিয়ার ইনভেস্টমেন্ট কোঅর্ডিনেটিং বোর্ড প্রধান বালিল লাদালিয়া বলেছেন, বৈদ্যুতিক যানের সরবরাহ চেইনে বিনিয়োগের লক্ষ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ১৮ ডিসেম্বর।

এলজি গ্রুপের এলজি এনার্জি সলিউশনের এক কর্মকর্তা সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলেননি।

বালিল বলেছেন, এই চুক্তির মাধ্যমে প্রথম দেশ হিসেবে খনন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম ব্যাটারি উৎপাদনকারী খাতকে একত্রিত করছে ইন্দোনেশিয়া।

“পরিপূর্ণ বৈদ্যুতিক ব্যাটারি কারখানা বানাতে আমরা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। খনিজ, স্মেলটার, প্রিকারসর, ক্যাথোড থেকে শুরু করে রিসাইক্লিং কারখানা বানানো হবে ইন্দোনেশিয়ায়,” যোগ করেন বালিল। নর্থ মালুকু এবং সেন্ট্রাল জাভায় হবে এই প্রকল্প।

সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী বৈদ্যুতিক যানের ব্যাটারি বানাতে প্রয়োজনীয় নিকেলের ৭০ শতাংশ ইন্দোনেশিয়ায় প্রক্রিয়াজাত হতে হবে বলেও জানিয়েছেন বালিল।

লিথিয়াম ব্যাটারির জন্য নিকেলের প্রক্রিয়াজাত শুরু করার লক্ষ্যে এগোচ্ছে ইন্দোনেশিয়া। পরবর্তীতে ইন্দোনেশিয়াকে বৈদ্যুতিক যানের উৎপাদন ও রপ্তানির বৈশ্বিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে দেশটির।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar