ad720-90

রেস্টুরেন্ট, সাবওয়েতে স্বচ্ছ ওলেড পর্দার লক্ষ্যে এলজি


কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২১ অনুষ্ঠানের আগে নতুন স্বচ্ছ ওলেড পর্দার কিছু বাস্তব প্রয়োগ দেখিয়েছে এলজি।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, এলজির একটি ধারণা এমন– রেস্টুরেন্টে বার থেকে একটি স্বচ্ছ ওলেড পর্দা বের হবে গ্রাহক এবং ওয়েইটারের মধ্যে। পর্দার মেনু দেখে অর্ডার করার সময় ওয়েইটারকেও দেখতে পারবেন গ্রাহক।

ফ্রেইমসহ একটি স্মার্ট বেডের নকশাও করেছে এলজি। এই স্মার্ট বেডেও থাকবে একটি স্বচ্ছ ওলেড টিভি, যা গ্রাহক নিজের ইচ্ছা মতো ফ্রেইম থেকে বের করতে বা ঢুকিয়ে রাখতে পারবেন। ফ্রেইমের সঙ্গে স্পিকারও রয়েছে, যা সহজেই বাড়ির বিভিন্ন জায়গায় সরানো যাবে।

আরেকটি উদাহরণ, সাবওয়ে ট্রেনের প্রথাগত কাঁচের জানালাকে ৫৫ ইঞ্চি স্বচ্ছ ওলেড পর্দা দিয়ে বদলে দেওয়া। ফলে আশপাশের দৃশ্য উপভোগ করার পাশাপাশি আবহাওয়া বার্তা, খবর এবং সাবওয়ে লাইনের তথ্য দেখতে পারবেন যাত্রীরা।

এলজি’র দাবি, এই স্বচ্ছ ওলেড পর্দার স্বচ্ছতা ৪০ শতাংশ, যা স্বচ্ছ এলসিডির চেয়ে “অনেক ভালো”। স্বচ্ছ এলসিডি পর্দার স্বচ্ছতা মাত্র ১০ শতাংশ।

এলজি বলছে, বেশি স্বচ্ছতার কারণে স্বয়ংক্রিয় গাড়ি, উডুক্কুযান এবং স্মার্ট ভবনের মতো অনেক জায়গায় ব্যবহার করা যেতে পারে স্বচ্ছ ওলেড পর্দা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar