ad720-90

সিইএস ২০২১: এলজি আনছে ‘রোলএবল’ স্মার্টফোন


এ নিয়ে দ্বিতীয়বারের মতো রোলএবল স্মার্টফোন দেখালো এলজি। ফোনটির পর্দাটি উপরের দিকে উঠানো যায়, এবং উঠানোর পর ট্যাবলেটের মতো পর্দা আকৃতি দেখা যায়। স্মার্টফোনটির নিচের অংশ পর্দাটিকে গুটিয়ে রাখে, আর ব্যবহারকারী চাইলে তা মেলে ধরে।

পুরো ব্যাপারটিই অনেকটা এলজি’র রোলএবল টেলিভিশনের মতো কাজ করে, শুধু আকারে ছোট। সংবাদ সম্মেলনের শেষে অল্প সময়ের জন্য এলজি রোলএবল ডিভাইসটির ভিডিও দেখেছে বিশ্ববাসী। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মঞ্চে থাকা নির্বাহীরা আনুষ্ঠানিকভাবে রোলএবল ডিভাইস নিয়ে কোনো তথ্য জানাননি। এমনকি ডিভাইসের নামও বলেননি।

বাজারে আসার পর এলজি’র ডিভাইসটিই হবে এ ধরনের প্রথম স্মার্টফোন। একই ধরনের গতানুগতিক স্মার্টফোন নকশা থেকে বের হয়ে আসতে চেষ্টা করছে ফোন নির্মাতারা। এরই ফলাফল হিসেবে বিশ্ব দেখেছে ফোল্ডএবল নকশার ফোন। সামনেই হয়তো নতুন করে চোখে পড়বে রোলএবল পর্দাযুক্ত ডিভাইস।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar