ad720-90

[গার্মেন্টস ep-14] নেক ও কলার কত প্রকার এবং কি কি?


গার্মেন্টস কাজ জত কঠিন মনে হয় তারথেকেও সহজ ৷ মনোযোগ দিয়ে কাজ শিখলে সব কিছুই সহজ মনে হবে ৷

আপনি আমার পোস্ট থেকে যা যা শিখবেন তা তা চর্চা করুন ৷ যদি গার্মেন্টস এ কাজ করতে কখনো যান তাহলে অবশ্যই যাবার আগে চর্চা করে ইন্টারভিউ দিতে যাবেন ৷

চাকরি হবেই ইন্শাল্লাহ ৷

🔰 কলার কত প্রকার ও কি কি?

কলার ৩ প্রকার যথা: 

  1. ওয়ান পিচ ব্যান্ড কলার 
  2. টু পিস ব্যান্ড কলার এবং
  3. ওপেন/রাউন্ড কলার ৷

০১) ওয়ান পিচ ব্যান্ড কলার(one pice band collar): যে কলার ব্যান্ড ও কালার একটি কাপড় দ্বারা তৈরী ব্যান্ড ও কলার আলাদা কোন কাপড় দ্বারা নয়, তাহাকে ওয়ান পিচ কলার বলে।

 

০২) টু পিচ ব্যান্ড কলার(two pice band collar): যে কলারে ব্যান্ড ও কলার আলাদা কাপড় দ্বারা তৈরী,তাহাকে একসাথে জয়েন্ট করাকেই, টু পিচ ব্যান্ড কলার বলে।

 

০৩) ওপেন কালার বা রাউন্ড কলার(open collar): অনেক সময় দেখা যায় ব্যান্ড ছাড়া শুধু কলার সোল্ডারে বিছানো থাকে,এবং ফ্রন্ট সাইডেও বিছানো থাকে,ইহাকে ব্যান্ড কলার বলে। আবার ইহা ব্যান্ড ছাড়া কলার এবং কলার ছাড়া ব্যান্ড ও হতে পারে।

 

🔰 নেক (Neck) কত প্রকার ও কি কি? 

Neck ইংরেজী শব্দ, যার অর্থ গলা ৷

নেক বিভিন্ন প্রকার: 

যেমনঃ V-Neck, Round Neck, Hi-neck, Boat Neck, Cowl Neck, Crew Neck, Draped, Halter, llusion, Keyhole, Notch Collar, Off-Shoulder, One-Shoulder, Peter Pan Collar, Plunging, Scoop Neck, Square Neck, Strapless, Surplice, Sweetheart, Turtleneck, Victorian

🌻 ধন্যবাদ





সর্বপ্রথম প্রকাশিত

windows 10 enterprise lizenz kaufen

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar