ad720-90

নতুন টেলিযোগাযোগ স্যাটেলাইট পাঠালো চীন


প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, বুধবার দক্ষিণপশ্চিম চীনের শিচুয়ান অঞ্চলের ‘শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ’ সেন্টার থেকে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পাঠানো হয়েছে তিয়ানতং ১-০৩ কৃত্রিম উপগ্রহটি। লং মার্চ-৩বি রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে সেটি।

একাই তিয়ানতং ১-০৩ মোবাইল টেলিযোগাযোগ কৃত্রিম উপগ্রহটি বানিয়েছে চীন। এতে রয়েছে মহাকাশ বিভাগ, ভূমি বিভাগ এবং ব্যবহারকারীর টার্মিনাল।

কৃত্রিম উপগ্রহটি তৈরি করে দিয়েছে ‘চায়না অ্যাকাডেমি অফ স্পেস টেকনোলজি’। ভূমির কাঠামোর সঙ্গে একটি মোবাইল নেটওয়ার্ক তৈরি করবে তিয়ানতং ১-০৩।

মোবাইল নেটওয়ার্কটির মাধ্যমে চীন এবং এর আশপাশের এলাকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ অন্যান্য অঞ্চল, এবং প্রশান্ত মহাসাগর ও ভারতীয় সাগরের অধিকাংশ অঞ্চলে সব সময়, সব ধরনের আবহাওয়ার তথ্য সরবরাহ করা হবে। এর পাশাপাশি অটল এবং নির্ভরযোগ্য মোবাইল যোগাযোগ সেবাও দেওয়া হবে।

লং মার্চ রকেট সিরিজের ৩৫৮তম উৎক্ষেপণ ছিলো এটি৷  আর এ বছরই এবারই প্রথম মহাকাশ উৎক্ষেপণ করলো চীন৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar