ad720-90

নিবন্ধিত গ্রাহক ২০ কোটি ছাড়ালো নেটফ্লিক্সের


দর্শক সংখ্যা বাড়ার খবরটি সম্প্রতি নিজেই জানিয়েছে নেটফ্লিক্স। মঙ্গলবার নিজেদের চতুর্থ প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, শুধু চতুর্থ প্রান্তিকেই নেটফ্লিক্স পেইড সাবস্ক্রাইবার পেয়েছে ৮৫ লাখেরও বেশি।

নেটফ্লিক্স জানিয়েছে, আগের বছরগুলোর সঙ্গে তুলনা করলে গত বছরের চতুর্থ প্রান্তিকে গড় নিবন্ধিত গ্রাহক সংখ্যা বেড়েছে ২৩ শতাংশ।

প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, ২০১৮ সালের শুরু থেকে তাদের পেইড গ্রাহকের সংখ্যা ১১ কোটি ১০ লাখ থেকে ২০ কোটি ৪০ লাখে উঠে এসেছে। গ্রাহক প্রতি গড় আয় ৯.৮৮ ডলার থেকে বেড়ে ১১.০২ ডলার হয়েছে।

“এই পন্থায় আমরা স্বাভাবিকভাবে বার্ষিক আয় চারশ’-পাঁচশ’ কোটি ডলার বাড়াতে পেরেছি গত কয়েক বছরে।” – বলছে নেটফ্লিক্স। 

চতুর্থ প্রান্তিকে নেটফ্লিক্স ছয়শ’ ৬৪ কোটি ডলার আয়ের খবর জানিয়েছে।

“প্রতিষ্ঠানের নির্দেশনা অনুমানের চেয়ে আয় এক শতাংশ বেশি এসেছে,” বলে উল্লেখ করেছে নেটফ্লিক্স।

পুরো বছরে নেটফ্লিক্সে তিন কোটি ৭০ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন এবং বার্ষিক আয় এসেছে দুই হাজার পাঁচশ’ কোটি ডলার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar