ad720-90

ফিরলো পার্লার সাইট, অ্যাপ এখনও স্টোরের বাইরে


মার্কিন ডানপন্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল সামাজিক মাধ্যম অ্যাপ পার্লার। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আক্রমণের ঘটনা ঘটার পর অ্যাপটিকে নিজ নিজ স্টোর থেকে সরিয়ে দেয় অ্যাপল ও গুগল। এর পরপরই পার্লারকে হোস্টিং সেবা দেওয়া বন্ধ করে অ্যামাজন ইনকর্পোরেটেড।

শনিবার পার্লারের ওয়েবসাইটকে ফের অনলাইনে দেখা যায়। সেখানে সেবাটির প্রতিষ্ঠাতা জন মাটজি এক সংক্ষিপ্ত বার্তায় লেখেন, “হ্যালো বিশ্ব, এটা কী এখনও সচল?” পোস্টের নিচে পার্লারের একটি নোটিশ ঝুলছে। ওই নোটিশে লেখা, চ্যালেঞ্জের সমাধান হলেই প্ল্যাটফর্মটি ফিরে আসবে।

অ্যামাজন ইনকর্পোরেটেড নিজ ওয়েব হোস্টিং সেবা থেকে পার্লারকে সরিয়ে দেওয়ার কারণে এখন নতুন হোস্টিং সেবা খুঁজে নিতে হবে সামাজিক মাধ্যমটিকে।

রাজনৈতিক মন্তব্যের ব্যাপারে আগের চেয়ে অনেক কঠোর ভূমিকা পালন করছে ফেইসবুক, টুইটারের মতো মূলধারার সামাজিক মাধ্যমগুলো। রয়টার্স উল্লেখ করেছে, এ কারণে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম, সামাজিক সাইট গ্যাবের মতো প্ল্যাটফর্মে পাড়ি জমাচ্ছেন মার্কিন ডানপন্থী সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar