ad720-90

নাগরিকদের ‘লোকেশন ডেটা’ কিনছে মার্কিন গোয়েন্দা সংস্থা


প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সিনেটর রন ওয়াইডেনকে পাঠানো মেমোতে গোয়েন্দা সংস্থাটি বলেছে, তৃতীয় পক্ষের কাছ থেকে লোকেশন ডেটা কেনা হয় “এবং কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্র বা তার বাইরে অবস্থান করছেন কি না, তেমনভাবে এই ডেটাগুলো আলাদা করা নয়।”

ডিআইএ আরও বলেছে, “নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন পেলেই” কেবল মার্কিন লোকেশন ডেটাবেইজের অনুরোধ করতে পারবেন কর্মকর্তারা।

গত আড়াই বছরে ডিআইএ পাঁচবার মার্কিন ডিভাইস লোকেশন ডেটা দেখার অনুমোদন পেয়েছে।

মেমোতে সংস্থাটি আরও বলেছে, “বর্তমানে এমন আরেকটি সংস্থায় তহবিল দেয় ডিআইএ যেটি স্মার্টফোনের মাধ্যমে সংগৃহীত লোকেশন মেটা ডেটা, যা বাণিজ্যিকভাবে পাওয়া যায়, সেগুলো কিনে থাকে।”

প্রযুক্তি সাইট ভার্জকে দেওয়া এক বিবৃতিতে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) বলেছে, “সাংবিধানিক সুরক্ষা দিতে সরকার আমাদের ব্যক্তিগত ডেটা কিনতে পারে না।”

“বেআইনি এই চর্চা বন্ধ করতে এবং লোকেশন ডেটা দেখার ক্ষেত্রে সমন নেওয়ার প্রয়োজনীয়তা” যোগ করার আহবান জানিয়েছে এসিএলইউ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar