ad720-90

‘স্টুডিও মানের’ অডিও অ্যান্ড্রয়েডে আনলো নেটফ্লিক্স


অ্যান্ড্রয়েড অ্যাপ এখন এক্সএইচই-এএসি (এমপিইজি-ডি ডিআরসি এর সঙ্গে এক্সটেন্ড এইচই-এএসি) ফরম্যাটে অডিও স্ট্রিম করবে।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, নেটফ্লিক্সের নতুন ফরম্যাটটি পরিবর্তনশীল বিটরেটে চলবে। যখন ইন্টারনেট সংযোগ অনুমোদন দেবে, তখন উচ্চ বিটরেটে চলবে। আবার সংযোগ দুর্বল থাকলে বিটরেট নিজ থেকেই কমে যাবে।

অন্যদিকে, শব্দের ওঠা-নামার পরিবর্তন যাতে কানে না লাগে তা নিশ্চিত করবে ‘লাউডনেস ম্যানেজমেন্ট’। এ ছাড়াও শোরগোল চলছে এমন পরিবেশে ব্যবহারকারীকে ঠিকমতো শুনতে সাহায্য করবে। সংলাপ বোঝার ঝামেলা ছাড়াই ফোনের স্পিকারে অডিও শুনতে পারবেন নেটফ্লিক্স ব্যবহারকারীরা।

উল্লেখ্য, এক্সএইচই-এএসি ফরম্যাটটি চালানোর জন্য অ্যান্ড্রয়েড ফোনকে ন্যূনতম অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চালিত হতে হবে।     

চলতি বছরের প্রথমার্ধে ‘শাফল প্লে’ ফিচার নিয়ে আসার কথাও জানিয়েছে নেটফ্লিক্স। এর সাহায্যে ব্যবহারকারীদের আর কনটেন্ট ব্রাউজ করে সময় নষ্ট করতে হবে না। নেটফ্লিক্স নিজে থেকেই কনটেন্ট দেখানো শুরু করবে।

গত বছর নেটফ্লিক্সের পেইড সাবস্ক্রাইবার সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে। কোভিড-১৯ মহামারীর নিষেধাজ্ঞা তাদের দর্শক সংখ্যা বাড়াতে সহায়তা করেছে বলে জানিয়েছে স্ট্রিমিং জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।

সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar