ad720-90

ইনস্টাগ্রামে এলো ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’


অ্যাপের ফিচার অংশে একত্রে সব বিজনেস টুল পাওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, নতুন ফিচারটির সুবিধা ভোগ করতে পারবেন পেশাদার ও কনটেন্ট নির্মাতারা।

ব্র্যান্ডেড কনটেন্ট পার্টনারশিপ ও অন্যান্য মনেটাইজেশন শর্টকাটও চোখে পড়তে পারে কনটেন্ট নির্মাতাদের। ড্যাশবোর্ডে অ্যাকাউন্ট অ্যানালেটিক্স দেখা যাবে। টিউটোরিয়াল লিংক ও অন্যান্য উপকারী আর্টিকেলেরও দেখা মিলবে।

ফিচারগুলো ইনস্টাগ্রামের জন্য নতুন কিছু নয়। তবে, এবারই প্রথম অ্যাপটির একটি জায়গায় একত্রে সব বিজনেস টুল পাওয়া যাবে। ব্যবসায়ী ও প্রভাবকদের জীবনে যে ইনস্টাগ্রামের গুরুত্ব বেড়েছে, তা-ই যেন জানিয়ে দিচ্ছে আপডেটটি।

ফেইসবুক অবশ্য ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে চলেছে। অ্যাপের প্রায় প্রতিটি অংশে এরই মধ্যে যোগ হয়েছে শপিং ফিচার। এ ছাড়াও আইজিটিভি নির্মাতাদের জন্য বিজ্ঞাপন ও বহুল প্রতিক্ষীত মনেটাইজেশন ফিচার নিয়ে এসেছে ফটো শেয়ারিং অ্যাপটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar