ad720-90

দ্বিতীয় দফায় নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে স্পেসএক্স


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, পুনব্যবহারযোগ্য ফ্যালকন ৯ রকেটের সাহায্যে ক্রু ড্রাগন যানের মাধ্যমে চার নভোচারীকে মহাকাশ কেন্দ্রে পাঠাবে স্পেসএক্স। চলতি বছরের ২০ এপ্রিল এই অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

ব্লগ পোস্টে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের আওতায় এবারই প্রথম আন্তর্জাতিক দুই অংশীদারের চার নভোচারীকে মহাকাশ কেন্দ্রে পাঠানোর অভিযান পরিচালনা করবে স্পেসএক্স।

অভিযানে মহাকাশযানটির কমান্ডারের দায়িত্বে থাকবেন নাসা নভোচারী শেন কিমব্রাউ এবং পাইলটের দায়িত্বে থাকবেন মেগান ম্যাকআর্থার।

অভিযানে বিশেষজ্ঞ হিসেবে থাকবেন জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’র (জাক্সা) নভোচারী আকিহিকো হোশাইড এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি’র (ইএসএ) নভোচারী টমা পেসকি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে অভিযান পরিচালনা করবে স্পেসএক্স এবং নাসা।

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দীর্ঘদিন অবস্থান করবেন এই চার নভোচারী। সেখানে মোট সাত সদস্য মিলে নানা বিষয়ে গবেষণা করবেন তারা।

ক্রু-১ অভিযানের নভোচারীদের সঙ্গেও দেখা হতে পারে ক্রু-২ এর নভোচারীদের। ক্রু-১ অভিযানের নাসা নভোচারী মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার এবং জাক্সা নভোচারী শইচি নোগুচি’র পৃথিবীতে ফেরার কথা র‍য়েছে এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে।

এদিকে ক্রু-২ অভিযানের নভোচারীদের ফেরার কথা রয়েছে চলতি বছরের শরতে।

এ বছরের শরতেই স্পেসএক্স ক্রু-৩ অভিযান পরিচালনারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নাসা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar