ad720-90

আর্থিক লেনদেনের সুযোগ আসছে টুইটারে


টুইটার প্রধান নির্বাহী জ্যাক ডরসি বুধবার এ ব্যাপারে জানিয়েছেন বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। তিনি জানান, এ পন্থায় একদিকে টুইটারের আয় বাড়বে। অন্যদিকে, টুইটারের (দৈনিক) ১৯ কোটি ২০ লাখ সক্রিয় ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ বাড়বে।

“প্রথমে আমাদের তাদের আর্থিক সুবিধার প্রতি মনোযোগ দিতে হবে যারা টুইটারে ভূমিকা রাখছেন।” – ‘গোল্ডম্যান স্যাকস টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট কনফারেন্সে’ বলেছেন ডরসি।

তিনি আরও জানান, ব্যবহারকারী টিপস এবং সাবস্ক্রিপশনের মতো নতুন ফিচার প্রতিষ্ঠানকে আয়ের বেলায় বৈচিত্র্য আনতে সহায়তা করবে। বর্তমানে টুইটার শুধু বিজ্ঞাপনী আয়ের উপর নির্ভরশীল।

মঙ্গলবার বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনায় টুইটার জানিয়েছে, আগামী বছরের আগে প্রতিষ্ঠানের আয়ে সাবস্ক্রিপশন ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন না ডরসি।

গত মাসে নিউজলেটার স্টার্টআপ রেভ্যু’কে কিনেছে টুইটার। প্রতিষ্ঠানটির আশা, এতে করে দীর্ঘ কাঠামোর কনটেন্ট তৈরি করতে ব্যবহারকারীদের উৎসাহিত করে তুলতে পারবে তারা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar