ad720-90

ডেস্কটপ সার্চে ডার্ক মোড পরীক্ষা করছে গুগল


ডার্ক মোডে গুগল সার্চ পেইজকে খুবই ধূসর অন্ধকার হিসেবে দেখা যাবে বলে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ। কতটুকু বড় পরিসরে গুগল সার্চের ডেস্কটপ ডার্ক মোড পরীক্ষা শুরু হয়েছে, তা এখনও জানা যায়নি।

ভার্জ জানিয়েছে, যারা পরীক্ষার আওতায় পড়ছেন, তাদের গুগল সার্চ স্বয়ংক্রিয়ভাবে ডার্ক মোডে চলে যাচ্ছে। এটি কবে নাগাদ সবার জন্য আসতে পারে, সে সম্পর্কেও কিছু জানা যায়নি।

এ প্রসঙ্গে গুগল এক বিবৃতিতে বলেছে, “আমরা ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য নতুন বিষয়াদি পরীক্ষা করতে থাকি, তবে, এখনই আমাদের সুনির্দিষ্ট কোনো ঘোষণা নেই।”

এবারই প্রথম ডার্ক মোড পরীক্ষা করছে না গুগল। জানুয়ারি মাসে ৯টু৫ গুগলের এক প্রতিবেদন জানিয়েছিল, অনেক ব্যবহারকারী ডার্ক মোড দেখতে পাচ্ছেন।

টুইটার নিজেদের ডার্ক মোডকে আরও অন্ধকার করেছে গত সপ্তাহে। মাইক্রোসফটও নিজেদের ওয়ার্ড সফটওয়্যারটির পুরো ডকুমেন্টকে ডার্ক করা নিয়ে পরীক্ষা করছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar