ad720-90

উইন্ডোস ১০ এর কী বোর্ডের গুরুত্বপূর্ণ ১০টি শর্টকাট


ডিএমপি নিউজঃ কম্পিউটার কিংবা ল্যাপটপ এখন আমাদের প্রতিদিনের কাজের সঙ্গী হয়ে গেছে। দৈনন্দিন কাজ করতে আমরা অনেকেই মাউস এবং কী বোর্ড ব্যবহার করে কাজ করি। এতে অনেক সময় অপচয় হয়। তাই কিছু শর্টকাট পদ্ধতি রয়েছে, এগুলো আয়ত্ব করলে খুব স্বল্প সময়ে কাজ সম্পন্ন করা যায়।

আসুন তাহলে জেনে নিন উইন্ডোস ভার্সন ১০ কী বোর্ডের গুরুত্বপূর্ণ ১০টি শর্টকাট সম্পর্কে-

১. নির্দিষ্ট লেখা কপি করতে Ctrl + C চাপুন।

২. নির্দিষ্ট লেখা মুছতে Ctrl + X চাপুন।

৩. পেস্ট করতে চাপুন Ctrl + V.

৪. পূর্বের অবস্থায় ফিরতে CTRL + Z চাপুন।

৫. খুলে রাখা অ্যাপ্লিকেশন পরিবর্তন করতে চাপুন Alt + tab.

৬. খুলে রাখা অ্যাপ্লিকেশন বন্ধ করতে চাপুন Alt + tab.

৭. কম্পিউটার লক করতে চাপুন Windows logo + L.

৮. অ্যাপ্লিকেশন থেকে সরাসরি ডেস্কটপে যেতে Windows logo + D চাপুন।

৯. সাইন ইন স্ক্রীনে পাসওয়ার্ড দেখতে Alt + F8 চাপুন।

১০. উইন্ডো রিফ্রেশ করতে চাপুন Ctrl + R বা F5.





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar