ad720-90

ভারতের কর্ণাটকে গাড়ি বানাবে টেসলা: মুখ্যমন্ত্রী


বিশেষভাবে ১ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রী নির্মলা সিথারামানের দেওয়া ইউনিয়ন বাজেটের প্রশংসা করে এক বিবৃতিতে যাদুরাপ্পা বলেছেন, “মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা কর্ণাটকে বৈদ্যুতিক গাড়ির বিভাগ খুলবে।”

আইএএনএস-এর প্রতিবেদন বলছে, শুক্রবার নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ব্যাঙ্গালুরুতে একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে ভারতে কার্যক্রম শুরু করবে টেসলা৷

কয়েক ঘন্টা বাদেই টুইটটি মুছে ফেলা হলেও ততক্ষণে এতে সাড়ে আট হাজারের বেশি লাইক এবং এক হাজার আটশ’র বেশি রিটুইট হয়েছে৷

‘ব্যাঙ্গালুরুতে প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধনের মাধ্যমে অবশেষে ভারতে প্রবেশ করেছে টেসলা’, এমন খবর প্রকাশের পর নীরবতা ভেঙ্গে শনিবার প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, নিজের প্রতিশ্রুতি পূরণের পথে রয়েছেন, যাতে ভারতের সড়কে বৈদ্যুতিক গাড়ি চলতে পারে৷

চার কোটি ১২ লাখ অনুসারীকে প্রতিক্রিয়া জানাতে এক টুইট বার্তায় মাস্ক বলেছেন, “প্রতিশ্রুতি মতোই” ভারতকে পরবর্তী গন্তব্য বানাচ্ছি৷

টেসলা ভক্তের সাইট টেসমানিয়ানের এক ব্লগ পোস্টের সঙ্গে যুক্ত টুইটের জবাব দেওয়ার সময় এই কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী মাস্ক৷

গ্রাহকের ওই টুইটের দাবি, ভারতীয়দের জন্য দামী হবে টেসলা গাড়ি, কিন্তু ভারতের মধ্যে উৎপাদন শুরু হলে দেশটির মধ্যবিত্তদের কাছে আরও সাশ্রয়ী হবে এই গাড়ি৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar