ad720-90

‘স্বাধীন প্রযুক্তি’ ব্যবহার করে অনলাইনে ফিরেছে পার্লার


বর্ণবাদী ও উগ্র ডানপন্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার সময়টিতে টুইটারের বিকল্প হিসেবে বেছে নিয়েছিল সাইটটিকে। এর জের ধরে পার্লারের অ্যাপ প্রথমে গুগল, এবং পরে অ্যাপল সরিয়ে দিয়েছিল যার যার অ্যাপ স্টোর থেকে।

এ পরপরই ব্যবস্থা নিয়েছিল অ্যামাজনের ক্লাউড সার্ভিসেসও, সাইটটিকে হোস্টিং দেওয়া বন্ধ করেছিল তারা।

সম্প্রতি নতুন করে অনলাইনে ফেরার পর পার্লার এক বিবৃতিতে উল্লেখ করেছে, নতুন সাইটটি “টেকসই, স্বাধীন এবং বড় প্রযুক্তি হিসেবে পরিচিতদের উপর নির্ভরশীল নয়।”

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট উল্লেখ করেছে, গত দুই সপ্তাহ ধরে প্রধান নির্বাহী ছাড়াই চলছে প্রতিষ্ঠানটি। সপ্তাহ দুয়েক আগে পার্লার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জন মাটজি’কে অপসারণ করেছে প্রতিষ্ঠানটির বোর্ড। আপাতত নির্বাহ কমিটির সদস্য মার্ক মেকেলার ভারপ্রাপ্ত হিসেবে প্রতিষ্ঠানটির হাল ধরেছেন।

ক্লাউড হোস্টিং প্রতিষ্ঠান স্কাইস্কিল একন পার্লারকে হোস্টিং সেবা দিচ্ছে। লস-অ্যাঞ্জেলস ভিত্তিক হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠানটি এখনও কোনো মন্তব্য করেনি। পার্লার নিজেও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar