ad720-90

এবার আইপ্যাডে এলো মাইক্রোসফটের নতুন অফিস অ্যাপ


প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন অফিস অ্যাপে একসঙ্গে থাকছে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট৷ ২০১৯ সালে অ্যাপটি প্রথমে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য উন্মোচন করেছিলো মাইক্রোসফট৷

উন্মোচনের পর থেকেই ধীরে ধীরে অ্যাপটির উন্নয়ন করেছে সফটওয়্যার জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি৷ কিন্তু এটি সবসময়ই উইন্ডো মোডে চলছিল৷ পুরোপুরি অপটিমাইজড আইপ্যাড অ্যাপ হিসেবে এটি ব্যবহার করা যাচ্ছিলো না৷

নতুন আপডেটের মানে দাঁড়াচ্ছে, অফিস এখন পুরোদস্তুর আইপ্যাডওএস অ্যাপ৷ ফলে এতে থাকছে মাইক্রোসফটের উৎপাদনশীল সুইট অ্যাপের ট্যাবলেট সংস্করণ৷

আপডেটেড অ্যাপটিতে এমন কিছু ফিচারও থাকছে, যা প্রাথমিকভাবে মোবাইল ব্যবহারের কথা ভেবে নকশা করা হয়েছিলো৷ এর মধ্যে রয়েছে দ্রুত পিডিএফ তৈরি, ছবিকে টেক্সট এবং টেবিলে রূপান্তর করা এবং অন্যান্য দ্রুতগতির কার্যকারিতা৷

মূলত একটি অ্যাপের মাধ্যমেই মোবাইল অফিস অ্যাপকে সহজ করে তোলার চেষ্টা করছে মাইক্রোসফট৷ কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট অ্যাপও আগের মতোই পাওয়া যাচ্ছে এবং নিয়মিত আপডেট হচ্ছে৷

আইপ্যাড-বান্ধব মূল অফিস অ্যাপটি আনতে কিছুটা দেরি হলেও এতে কিছু আইপ্যাডভিত্তিক ফিচারও যোগ করেছে মাইক্রোসফট৷ সম্প্রতি অ্যাপটিতে মাউস এবং ট্র্যাকপ্যাড সমর্থন যোগ করেছে প্রতিষ্ঠানটি





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar