ad720-90

পাঁচ রঙে আসতে পারে নতুন আইম্যাক


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, আইম্যাকের নকশা নিয়ে কিছু তথ্য তুলে ধরেছেন অ্যাপল বিষয়ে সঠিক তথ্য ফাঁসকারী জন প্রসার। নতুন নকশার আইম্যাকে অ্যাপল আইপ্যাড প্রো’র মতো সরু বেজেল রাখবে বলে দাবি করেছেন তিনি।

প্রসার আরও জানিয়েছেন, অনেকগুলো রঙে নতুন আইম্যাক উন্মোচন করতে পারে অ্যাপল। সিলভার, স্পেস গ্রে, রোজ গোল্ড, স্কাই ব্লু এবং সবুজ রঙ দেখা যেতে পারে আইম্যাকে।

প্রসার আরও ব্যাখা করেছেন, প্রথম আইম্যাকের স্মৃতি থেকেই নতুন আইম্যাকে ভিন্ন ভিন্ন রঙ রাখতে পারে অ্যাপল।

গত বছরের আইম্যাকের মতো একই পোর্ট রাখা হতে পারে নতুন আইম্যাকে। তবে, এবার বদলে যেতে পারে পোর্টের অবস্থান।

প্রো ডিসপ্লে এক্সডিআর এবং আইপ্যাড প্রো’র সংমিশ্রণ হতে পারে নতুন নকশার আইম্যাক। নকশা বদলালেও ডিভাইসটিতে থাকছে না ফেইস আইডি।

পাশাপাশি মার্চ মাসে অ্যাপল নতুন আইপ্যাড প্রো, ম্যাকবুক প্রো, এয়ারট্যাগস এবং তৃতীয় প্রজন্মের এয়ারপডস আনবে বলেও গুজব রয়েছে।

সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar