ad720-90

ফোল্ডএবল ফোনের ৩৬০ ডিগ্রী পর্দা দেখালো বিওই


গিজমো চায়নার প্রতিবেদন বলছে, নতুন এই পর্দার জন্য ‘মাল্টি-নিউট্রাল’ স্তর মডেলের নকশা এবং ‘মাল্টি-মোড’ ফোল্ডএবল ফোন পন্থা ব্যবহার করেছে বিওই। ভেতরে ও বাইরের দিকে নমনীয়তায় সক্রিয়ভাবে চাপ কমানোর পাশাপাশি পর্দায় ভাঁজের দাগ কম পড়বে এই নকশায়।

পর্দাটি প্রায় দুই লাখবার ভাঁজ করা ও খোলা যাবে বলে দাবি করেছে বিওই।

বর্তমানে বড় পরিসরে ‘আর৫ ২,০০,০০০-ফোল্ড’ এবং ‘আর৩ ২,০০,০০০-ফোল্ড’ পর্দা উৎপাদন করছে বিওই।  ‘আর৫ ২,০০,০০০-ফোল্ড’ পর্দাটি বাইরের দিকে এবং ‘আর৩ ২,০০,০০০-ফোল্ড’  পর্দাটি ভেতরের দিকে ভাঁজ হয়। স্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে ওই পর্দা সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি অ্যাপলের নতুন আইফোন ১৩ মডেলের মূল ওএলইডি প্যানেল সরবরাহকারী হবে বিওই।

সম্প্রতি তাইওয়ানের ইকোনোমিক ডেইলি নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে, ওএলইডি প্যানেল বানাতে টাচ প্যানেল প্রস্তুতকারক জেনারেল ইন্টারফেইস সলিউশন (জিআইএস)-এর  সঙ্গে কাজ করছে বিওই।

গত বছরের কিছু প্রতিবেদন থেকেও ইঙ্গিত পাওয়া গিয়েছিলো আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো’র কিছু পর্দা সরবরাহ করবে চীনা প্রতিষ্ঠানটি। কিন্তু পরে উৎপাদনজনিত বড় সমস্যায় পড়েছিল তারা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar