ad720-90

পেটেন্ট অমান্য করায় মোটা অঙ্কের জরিমানায় ইনটেল


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে চিপ জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

ইনটেলের এক প্রতিনিধি বলেছেন, আমরা আপিলে লড়াই করবো এবং “জুরির আজকের রায়ে দৃঢভাবে অসম্মতি জানাচ্ছি।”

ইনটেল ভিএলএসআই টেকনোলজির দুইটি পেটেন্ট অমান্য করেছে বলে সিদ্ধান্ত দিয়েছেন টেক্সাসের ফেডারেল জুরি। কম্পিউটার চিপের গতি ও ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এই পেটেন্ট অমান্য করা হয়েছে।

স্ট্যানফোর্ড ল স্কুলের অধ্যাপক মার্ক লেমেলি এক টুইট বার্তায় বলেছেন, এই পুরস্কার ছিলো “এ যাবৎকালের দ্বিতীয় বৃহত্তম পেটেন্ট রায়।”

লেমেলি আরও বলেছেন, “আমি মনে করি একশ’ কোটি ডলারের বেশি জরিমানার পেটেন্ট রায়ের প্রতিটি আপিলে বদলে গেছে বা জরিমানার অঙ্ক কমে গেছে। আমরা দেখবো এটি টেকে কি না।”

করোনাভাইরাস মহামারীর শঙ্কার কথা বলে মামলা স্থগিতের আবেদন জানিয়েছিলো ইনটেল। কিন্তু এই দাবি নাকচ করেছেন এক ফেডারেল বিচারক।

মোটা অঙ্কের এই জরিমানার বড় প্রভাব পড়তে পারে ইনটেলের ওপর। ইতোধ্যেই এএমডি এবং এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের গুরুতর প্রতিদ্বন্দ্বীতার মুখে রয়েছে ইনটেল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar