ad720-90

হাজার কোটি ডলারে ডিসকর্ড কেনায় আগ্রহ মাইক্রোসফটের


রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ডিসকর্ড সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। এ রকম সম্ভাব্য ক্রেতাদের তালিকায় মাইক্রোসফটও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রদের একজন অবশ্য বলছেন, বিক্রি হওয়ার বদলে পাবলিক প্রতিষ্ঠান হিসেবে শেয়ার বাজারে পা রাখবে ডিসকর্ড।

মাইক্রোসফট এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, ডিসকর্ডও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। গত বছরের ডিসেম্বরে ডিসকর্ডের মূল্যমান ছিল সাতশ’ কোটি ডলার। প্ল্যাটফর্মটিতে গেইমস, আলোচনা, এমনকি ভার্চুয়াল পার্টিও আয়োজন করে থাকেন ব্যবহারকারীরা।

মাইক্রোসফট গেইমে বিনিয়োগ করছে সম্প্রতি। গত বছর গেইম নির্মাতা জেনিম্যাক্স মিডিয়া’কে সাড়ে সাতশ’ কোটি ডলারে কিনে তাক লাগিয়ে দিয়েছিল প্রতিষ্ঠানটি। কোভিড-১৯ মহামারীতে গেইমিং খাতের চাহিদা বেড়েছে। বাসায় আটকে পড়ে অনেকেই সময় কাটাতে গেইমকে বেছে নিয়েছেন।

দৃঢ় গেইমিং ব্যবসায়ের পাশাপাশি নিজস্ব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মও পেতে চাইছে মাইক্রোসফট। ফিনানশিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম পিন্টারেস্ট কিনতেও আগ্রহ প্রকাশ করেছে মার্কিন এ প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar