ad720-90

তিন চাকার ‘দ্রুতগতির’ বৈদ্যুতিক গাড়ি বানাবে ডেইম্যাক


আপাতত স্পিরিটাস নামের এক গাড়ির প্রকল্প হাতে নিয়েছে তারা। গোটা প্রকল্পটির অর্থায়নে ক্রাউডফান্ডিং চলছে। ডেইম্যাক চাইছে অন্তত ৫০ হাজার স্পিরিটাসের প্রি-অর্ডার পেতে। ১০০ ডলারের বিনিময়েই প্রি-অর্ডার দিতে পারছেন আগ্রহীরা।

এনগ্যাজেট উল্লেখ করেছে, স্পিরিটাস মূলত দুই সিটের বিদ্যুত চালিত গাড়ি হবে। এর সামনে থাকবে দুই চাকা, এবং পেছনে একটি চাকা। উপরে থাকবে সোলার প্যানেল, যা চার্জিংয়ে সহায়তা করবে। এ ছাড়াও সঙ্গে থাকবে ডেইম্যাকের দেওয়া নিজস্ব তারবিহীন চার্জার। একবারের পূর্ণ চার্জে এটি চলবে ৪৮০ কিলোমিটার।

অন্যদিকে, এর ডিলাক্স সংস্করণের পরিসীমা ৩০০ কিলোমিটার থাকবে বলেই জানিয়ে রেখেছে নির্মাতা ডেইম্যাক। গোটা গাড়িটিকে দেখতে অনেকটা ব্যাটমোবিল এবং ব্যাটসাইকেলের সংমিশ্রণ মনে হবে। দাম শুরু হবে ১৯ হাজার ৯৯৫ ডলার থেকে। তবে, প্রি-অর্ডারকারীরা খানিকটা কম দামেই পাবেন গাড়িটি।

ক্রাউডফান্ডিং শেষ হবে জুলাইয়ের ২৩ তারিখে। ২০২৩ সাল নাগাদ গাড়ি তৈরির কাজে হাত দেবে ডেইম্যাক।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar