ad720-90

গবেষণা: ভিডিও কনফারেন্সিংয়ে ভিডিও বন্ধ রাখলে যোগাযোগ বাড়ে 


গবেষণার ফলাফল বলছে, জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিটের মতো সেবা ব্যবহারের সময় ভিডিও বন্ধ রাখলে যোগাযোগ আরও ভালো হচ্ছে, সমস্যা সমাধানে একত্রে কাজ করার সময় সামাজিক যোগাযোগও উন্নত হচ্ছে।  

ইকোনোমিক টাইমসের তথ্য বলছে, কার্নেগি মেলন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা যৌথভাবে গবেষণাটি করেছেন।

গবেষণায় ‘সামগ্রিক বুদ্ধিমত্তার’ ব্যাপারটি খতিয়ে দেখেছেন গবেষকরা। কার্নেগি মেলনের টেপার স্কুল অফ বিজনেসের সহযোগী অধ্যাপক আনিতা উইলিয়ামস উলে বলেছেন, “আমরা দেখেছি ভিডিও কনফারেন্সিং আদতে সামগ্রিক বুদ্ধিমত্তা কমিয়ে দিতে পারে।”

“কারণ এটি আরও অসম আলোচনার দিকে নিয়ে যায় এবং সমকালীন কণ্ঠের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করে। আমাদের গবেষণা অডিও কিউয়ের গুরুত্ব তুলে ধরেছে যা ভিডিও প্রবেশাধিকারের কারণে বাঁধার সম্মুখীন হচ্ছে।” – বলেছেন তিনি।     

নিজেদের ধারণকে প্রতিষ্ঠিত করতে গবেষকরা সমকালীনতার দুটি কাঠামোর উপর জোর দিয়েছেন। এর একটি মৌখিক অভিব্যক্তি সমকালীনতা, অন্যটি ছন্দগত সমকালীনতা।

উল্লেখ্য, মৌখিক অভিব্যক্তি সমকালীনতায় খুব স্পষ্টভাবে চেহারার বিভিন্ন বৈশিষ্ট্য ফুঁটে উঠে। অন্যদিকে, ছন্দগত সমকালীনতায় উদ্দীপনা, স্বর, চাপ এবং কথার ছন্দ ফুঁটে উঠে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar