ad720-90

ওয়ানপ্লাস ৯ প্রো’র ‘সস্তা’ মডেল আসেনি এখনও


এ ব্যাপারটি এক প্রতিবেদনে তুলে ধরেছে অ্যান্ড্রয়েড পুলিশ। ওয়ানপ্লাসের পূর্ববর্তী ঘোষণা অনুসারে সস্তা মডেলটির চলে আসার কথা ছিল এপ্রিলের দুই তারিখেই। কিন্তু তা আর হয়নি। এমনকি অ্যামাজন, বেস্ট বাই, বিঅ্যান্ডএইচ এবং টি মোবাইলের মতো তৃতীয় পক্ষীয় বিক্রেতারাও ডিভাইসটি বিক্রি করছে না।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদনের তথ্য অনুসারে, যে মডেলটি বিক্রি হচ্ছে, সেটির জন্য ৯৬৯ ডলার বদলে এক হাজার ৬৯ ডলার খরচ করতে হচ্ছে ব্যবহারকারীদের। এতে অবশ্য বাড়তি র‌্যাম ও স্টোরেজ মিলছে।

ওয়ানপ্লাসের এক প্রতিনিধি জানিয়েছেন, তারা সস্তা মডেলটি বিক্রি করতে ইচ্ছুক। তবে, এজন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তারা। ঠিক কী কারণে ওয়ানপ্লাস দেরি করছে, তা-ও এখনও জানা যায়নি।  





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar