ad720-90

সেপ্টেম্বরের আগে পুরোপুরি অফিস খুলছে না মাইক্রোসফট


বিজনেস ইনসাইডার সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তত সেপ্টেম্বরের ৭ তারিখ পর্যন্ত কার্যালয় খুলবে না মাইক্রোসফট। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, “ক্রমাগত স্বাস্থ্য এবং ডেটা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে” পদক্ষেপটি নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে কর্মীদের উদ্দেশ্যে মেইলও পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কার্ট ডেলবেনে। ওই মেইলে তিনি উল্লেখ করেছেন, বিলম্বের কারণে গ্রীষ্মের পরিকল্পনা করার বেলায় “বাড়তি নমনীয়তা” পাবেন কর্মীরা।

তিনি আরও জানিয়েছেন, নিজ অঞ্চলের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ মনে করলে স্থানীয় কার্যালয় ব্যবস্থাপকরা আরও দেরি করে কার্যালয়ে ফিরতে পারবেন।

আপাতত “সফট ওপেন” পরিস্থিতিতে রয়েছে মাইক্রোসফট। মার্চ থেকে প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক জনশক্তির মাত্র ২০ শতাংশ কার্যালয়ে গিয়ে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে নিজেদের রেডমন্ড ও সিয়াটলের কার্যালয় খুলেছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar