ad720-90

বৈদ্যুতিক এসইউভি ‘ইকিউবি’ দেখালো মার্সেইডিজ-বেঞ্জ


যুক্তরাষ্ট্রের বাজারের জন্য মার্সেইডিজ-বেঞ্জের তৈরি প্রথম বৈদ্যুতিক এসইউভি হবে গাড়িটি। নতুন মডেলটির সঙ্গে প্রতিষ্ঠানটির বর্তমানের ‘জিএলবি এসইউভি’ এর মিল রয়েছে। যদিও সম্পূর্ণ নতুন নকশার এক সম্মুখভাগের দেখা মিলবে, এবং গাড়িটা হবে পুরোপুরি বিদ্যুতচালিত।

গাড়িটি মার্সেইডিজ-বেঞ্জের আরেক বৈদ্যুতিক গাড়ি ইউকিউএসের মতো নয়, অপেক্ষাকৃত উঁচু এবং সাত জন মানুষের বসার জায়গা রয়েছে এতে। গাড়িটির ড্যাশ বোর্ডে দেখা মিলবে বড় মাপের পর্দার এবং ইনফোটেইনমেন্ট সিস্টেমের। গোটা প্রক্রিয়াটিই আদতে মার্সেইডিজ-বেঞ্জের এমবিইউএক্স সিস্টেম চালিত।

অন্যদিকে, ইকিউএসের মতো বড় মাপের একশ’ সাত দশমিক আট ‘কিলোওয়াট আওয়ার’ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্যাক নেই নতুন গাড়িটিতে। ইকিউবি এর ব্যাটারি প্যাক ৬৬.৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতার।   

তবে, দীর্ঘ-পরিসরের একটি সংস্করণ আনতে কাজ করছে বলে জানিয়েছে মার্সেইডিজ-বেঞ্জ।

ইকিউবি’র দাম কত পারে, তা এখনও জানা যায়নি। ব্যাটারির কারণে ইকিউএসের চেয়ে এক লাখ ডলার দাম কম হবে এমনটাই ধারণা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar