ad720-90

ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল (from w3 School) এইসটিএমএল৫ পর্ব–১৯-১


আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ওয়েব ডেভলপার ভাই বোন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওবে ডিজাইন এর বাংলা সিরিজ টিউটোরিয়ালের আজকের ১৯  তম পর্বের ১ম  খন্ডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্চি ইন্জিনিয়ার মোঃ মারুফ সিদ্দিকী। আজ আমরা  আলোচনা করবো এইচ. টি. এম. এল ৫ এর সিমান্টিক (semantic) ইলিমেন্ট নিয়ে । তো প্রথমেই আসুন জেনে  নেই সিমান্টিক ইলিমেন্ট কি? সিমান্টিক  ইলিমেন্ট হলো এইস. টি. এম. এল এর সেসমস্ত ইলিমেন্ট যার ব্রাউজার এবং ডেভলপার এর কাছে  একটি নির্ধারিত অর্থ বহন করে। আমি আপনাদের জন্য নিচে একটি সিমান্টিক ইলিমেন্ট এর লিস্ট তৈরি করে দিচ্ছি।

  1. <article>
  2. <aside>
  3. <details>
  4. <figcaption>
  5. <figure>
  6. <footer>
  7. <header>
  8. <main>
  9. <mark>
  10. <nav>
  11. <section>
  12. <summary>
  13. <time>

আমি প্রথমে আপনাদের সাথে HTML <section> ইলিমেন্ট নিয়ে আলোচনা করবো। যেকোন একটি ডকুমেন্ট এ <section> ইলিমেন্ট একটি নির্দিষ্ট সেকশান কে ডিফাইন করে থাকে। নিচের উদাহরনটি খেয়াল করুন।

<section>

<h1>This is the heading of this section</h1>

<p>This is a paragraph which is describing the section</p>

</section>

<article> হলো আমাদের আজকের আর্টিকেল এর আলোচনার দ্বিতীয় অবস্থানের আলোচ্য বিসয়। নাম শুনেই বুঝে গেছেন। সাইটের আর্টিকেল এর জন্য এই ট্যাগটি ব্যাবহার করা হয়ে থাকে। আমি নিচের উদাহরনটির মাধ্যমে একি সাথে nested <article> tag এরও ব্যাবহার দেখাবো।

<article class=”all-browser”>

<h1>Most popular browser</h1>

<article class=”browser”>

<h2>Google chrome</h2>

<p>Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries, but also the leap into electronic typesetting, remaining essentially unchanged. It w</p>

</article>

</article>

এবার আমি এই HTML অংশটুকুকে CSS এর মাধ্যমে ডিজাইন করবো।

.all-browser{

margin: 0;

padding: 5px;

background-color: lightgray;

}

.all-browser>h1, .broser{

margin: 10px;

padding: 5px;

}

.browser{

background-color: white;

}

আমি আপনাদের জন্য সকল কোডগুলো দিয়ে দিলাম আমার আর্টিকেল এর মাঝেই। কিন্তু আপুন যদি পরিপূর্ণভাবে কাজ শিখতে চান তাহলে অবশ্যই কোডগুলো নিজ হাতে টাইপ করুন।

আর্টিকেলটির সাথে সংযুক্ত ভিডিওটি ভালোভাবে দেখুন। আমি এই আর্টিকেলটির বিস্তারিত নিচের ভিডিওটিতে practically দেখিয়েছি। যারা লেখাটি পরে পরির্পর্ণভাবে বুঝতে পারেননি, তারা নিচের ভিডিওটি দেখে নিবেন। তার পরও কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন।



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar