ad720-90

সাইবারপাংক ২০৭৭: সিডি প্রজেক্ট রেডের রেকর্ড আয়


গেইম নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০ সালে বিক্রি বাবদ তাদের অর্থ আয় হয়েছে প্রায় ৫৬ কোটি ৩০ লাখ ডলার। হিসেবে ২০১৯ সালের তুলনায় প্রায় চারগুণ আয় করেছে সিডি প্রজেক্ট রেড। ২০২০ সালের শেষ পর্যন্ত সাইবারপাংক ২০৭৭ এর এক কোটি ৩৭ লাখ কপি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। সিডি প্রজেক্ট রেডের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেইম এখন এটি।

সাইবারপাংক ২০৭৭ নিয়ে সমস্যার মুখে পড়েছিল সিডি প্রজেক্ট রেড। গেইমটিতে বাগ সমস্যা থাকার কারণে অর্থ ফেরত নিয়েছেন অনেকেই। প্লেস্টেশন থেকে সনি এবং এক্সবক্স থেকে মাইক্রোসফট গেইমটি সরিয়ে নিয়েছিল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীকেও ক্ষমা চাইতে হয়েছিল সে সময়।

এখন এসে দেখা যাচ্ছে, ডিজিটাল এবং প্রত্যক্ষ বিক্রেতাদের অর্থ ফেরত দিতে হয়েছে এক কোটি ৬৫ লাখ, নিজস্ব ‘হেল্প মি রিফান্ড’ ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফেরত দিতে হয়েছে ২২ লাখ ৩০ হাজার ডলার। আর বাড়তি অর্থ ফেরত ও বিক্রি বাবদ ক্ষতি হয়েছে তিন কোটি ৮৩৪ লাখ ডলার। সবমিলিয়ে এ খাতে মোট খরচ পাঁচ কোটি দশ লাখ ডলার। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar