ad720-90

কিউআর কোড লোকজনকে পাঠাচ্ছিল টিকা বিরোধী সাইটে


ক্রেতারা যখন ওই কিউআর কোড তাদের স্মার্টফোন দিয়ে স্ক্যান করেন, ওই কোড তখন তাদের পাঠিয়ে দিচ্ছিল কোভিড-১৯ টিকা বিরোধী এক ওয়েবসাইটে।

কলিন মার্ক ডেভিস (৫১) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে কোভিড-১৯ বিষয়ক কার্যকলাপে বাধা দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ সম্পর্কিত কিউআর কোড নিয়ে যে কোনো অপচেষ্টার জন্য গ্রেপ্তার ও ১০ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানার বিধান রয়েছে।

অস্ট্রেলিয়ায় কোনো জনসমাগমের এলাকায় প্রবেশ করার ক্ষেত্রে স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান বাধ্যতামূলক করা হয়েছে। এর ফল কোনো সম্ভাব্য সংক্রমণ ঘটলে সেটি কার কার মাধ্যমে ছড়াতে পারে তা বের করা সহজ হয়। বিভিন্ন বার, পাব এবং সামাজিক মেলামেশার জায়গাগুলোয় এখন এই বারকোড একটি প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মার্ক ডেভিসকে জামিনে ছাড়া হয়েছে। তবে তিনি কোনো আলগা কাগজে প্রিন্ট করা কিউআর কোড বহন করতে পারবেন না। তার উকিল অবশ্য মক্কেলের সাফাই গেয়ে বলেছেন, তিনি তার বক্তব্য প্রকাশ করতে চেয়েছেন মাত্র।

তবে, ওই বারকোডের মাধ্যমে কোনো ব্যক্তিগত ডেটা খোয়া যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ বিভাগ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar