ad720-90

লেনোভো'র অ্যান্ড্রয়েড ট্যাবে এইচডিএমআই ইনপুট?


প্রতিষ্ঠানটি এরকম এক ডিভাইস আনার ব্যাপারে বিভিন্ন তথ্য দিয়েছে এবং ডিভাইসটিকে পরিষ্কারভাবে নিনটেনডো সুইচের বড় পর্দা হিসেবে ব্যবহার করতে দেখিয়েছে।

এক ওয়েইবো পোস্টের বরাতে খবরটি সম্পর্কে সম্প্রতি জানিয়েছে ৯টু৫গুগল। পোস্টটি ‘লেনোভো ইয়োগা’ অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্যাবলেটটি ওই ডিভাইস লাইনআপের অংশ হবে।

বাজারে এইচডিএমআই আউটপুটের কিছু ট্যাবলেট থাকলেও, অ্যান্ড্রয়েড চালিত এইচডিএমআই ইনপুট সমর্থনের ট্যাবলেট আসার ঘটনা বিরল।

লেনোভো নোটবুক পণ্য ব্যবস্থাপক লিন লিন আসন্ন এক লেনোভো ট্যাবলেটে ‘সেটিংস’ পেইজের স্ক্রিনশট পোস্ট করেছেন। ওই স্ক্রিনশট থেকে ডিভাইস সম্পর্কে কিছু তথ্য জানা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, ডিভাইসটিতে দেখা মিলবে স্ন্যাপড্রাগন ৮৭০ এসওসি’র, থাকবে আট গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীন স্টোরেজের।

৯টু৫গুগলের পতিবেদন বলছে, ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১১ নির্ভর জেডইউআই ১২.৫ চালিত হবে। এতে ‘লেনোভো ওয়ান’ সমর্থনও থাকবে।

লেনোভো ওয়ান অনেকটাই ‘হুয়াওয়ে মাল্টি-স্ক্রিন কোলাবোরেশন’ এবং ‘শাওমি ডিভাইস কন্ট্রোলের’ মতো। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar