ad720-90

সুইচে আসছে ‘গেইম বানানোর’ গেইম


প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদনে উঠে এসেছে, গেইম খেলতে পারার আগেই গেইমারদের ধাপে-ধাপে প্রোগ্রামিং গেইম নির্ভর পরিকল্পনার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে। বিনামূল্যের প্রোগ্রামিং মোডের মাধ্যমে গেইমারদের কাস্টম নকশা তৈরিরও সুযোগ করে দেওয়া হবে।

গেইমার ‘গেইম বিল্ডার গারাজ’ এর মাধ্যমে যে গেইমটি তৈরি করবেন তা পরে ইন্টারনেটে শেয়ার করতে বা স্থানীয়ভাবে এক কনসোল থেকে অন্য কনসোলে স্থানান্তর করতে পারবেন। অন্যরা কীভাবে গেইম প্রোগ্রামিং করছে তা দেখে নেওয়ারও সুযোগ থাকবে।

শুধু একবার বাটন চেপেই ‘প্লেয়িং’ থেকে ‘বিল্ডিং’ মোডে যাওয়া যাবে। চাইলে অতিরিক্ত নিয়ন্ত্রণের জন্য মাউসও ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

জুনের ১১ তারিখেই সুইচে আসছে গেইম বিল্ডার গারাজ, দাম পড়বে ৩০ ডলার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar