ad720-90

জুনে বিদায় নিচ্ছে গুগল ফটোসের আনলিমিটেড স্টোরেজ


ওই দিনটি থেকে ছবি ও ভিডিও রাখার জন্য থেকে শুধু ১৫ গিগাবাইট স্টোরেজ বিনামূল্যে পাওয়া যাবে।

প্রযুক্তিবিষয়ক সাইট এক্সডিএ ডেভেলপারসের প্রতিবেদনে উঠে এসেছে, যারা পিক্সেল ২ বা এর পরবর্তী সংস্করণ ব্যবহার করেন, তাদের বেলায় অবশ্য আগের সুবিধাই থাকবে। তারা আনলিমিটেড স্টোরেজ পাবেন।

যাদের পিক্সেল ফোন নেই, তাদেরকে বাড়তি স্টোরেজের জন্য গুগল ওয়ান সাবস্ক্রিপশন নিতে হবে। বর্তমানে একশ’ গিগাবাইট স্টোরেজ পেতে প্রতি মাসে এক ডলার ৯৯ সেন্ট বা বছরে ১৯ ডলার ৯৯ সেন্ট খরচ করতে হয় ব্যবহারকারীদের।

গত বছরের নভেম্বরে গুগল জানিয়েছিল, “হাই কোয়ালিটি” ছবির জন্য ফটোসে আর আনলিমিটেড স্টোরেজ থাকবে না। জুনের এক তারিখের আগে গুগল ফটোসে আপলোড হওয়া ছবি নিয়ে ভাবতে হবে না ব্যবহারকারীদের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar