ad720-90

‘চিপ সঙ্কটে চাপে থাকবে এসারের ল্যাপটপ উৎপাদন’


সোমবার গার্ডিয়ান অস্ট্রেলিয়ায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এসারের সহ-প্রধান পরিচালন কর্মকর্তা টিফানি হুয়াঙ জানিয়েছেন, যে কোনো দিনে “বৈশ্বিক চাহিদার মাত্র ৫০ শতাংশ পূরণ করতে পারবে এসার।”

তিনি আরও বলেন, “এটি আগামী বছরের প্রথম বা দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত ধীরগতিতে থাকবে। আমাদের তীব্র সঙ্কট রয়েছে, এবং বিষয়টি শুধু প্রত্যেক পরিবারের একটি ডিভাইস নিশ্চিত করা নয়, প্রত্যেক মানুষের কাজ বা শিক্ষার জন্য ডিভাইস থাকেতে হবে।”

কোভিড-১৯ মহামারী সঙ্কট বাড়িয়ে তুলেছে বলেও উল্লেখ করেন হুয়াঙ। গত বছর লকডাউনের মধ্যে দূর-থেকে-কাজ ও শিক্ষার জন্য অল্প সময়ের মধ্যেই বেড়ে গিয়েছিল ডিভাইসের চাহিদা। অনেকে আবার সময় কাটাতে বেছে নিয়েছিলেন ডিভাইসকে। সবমিলিয়ে ব্যাপক চাহিদার মুখে পড়ে প্রযুক্তি শিল্প। অন্যদিকে, অনেক কারখানা আবার বন্ধ ছিল করোনাভাইরাস মহামারীর প্রকোপে।

হুয়াঙ জানিয়েছেন, এসার করোনাভাইরাস মহামারীর এ চলমান সময়টিতে নিজেদের মনোযোগ গেইমিংয়ের বদলে শিক্ষাখাতে দিয়েছে। “আমরা কোটি কোটি শিক্ষা ডিভাইস বিক্রি করেছি গত বছর এবং এ বছর। কারণ আমরা বিশ্বাস করি বসবাস ও শিক্ষা অব্যাহত রাখতে পারা অধিকারের অংশ।”

গিজমোডোর প্রতিবেদনে উঠে এসেছে, গত সপ্তাহে এসার নতুন গেইমিং ল্যাপটপ এবং পিসি উন্মোচন করেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar