ad720-90

জাপানে গ্যালারি স্থাপন করছে নিনটেনডো


কারখানা সাজানোর কাজ ২০২৪ সালে শেষ হওয়া অর্থবছরের আগেই সম্পন্ন করতে চাইছে প্রতিষ্ঠানটি। ওই বছরের মার্চে শেষ হবে নিনটেনডোর অর্থ বছর। মূলত ওই কারখানায় তাস তৈরি করত তারা। এ ছাড়াও ওখানে নিনটেনডোর গ্রাহক সেবা কেন্দ্র ছিল।

নিনটেনডো এখনও এ ব্যাপারে তেমন কিছুই বিস্তারিতভাবে জানায়নি। শুধু বলেছে, গ্যালারিতে “প্রদর্শনী ও অভিজ্ঞতা”র পাশাপাশি প্রতিষ্ঠানটির পণ্য সাজানো থাকবে।

বাস্তব বিশ্বে নিনটেনডোর স্থাপনা গড়ার চেষ্টা এটিই প্রথম নয়, প্রতিষ্ঠানটি ওসাকার ইউনিভার্সাল স্টুডিওতে মার্চে সুপার মারিও থিম নির্ভর একটি এলাকা উন্মোচন করেছে। এ ছাড়াও দুই বছর আগে এক টোকিও শপ স্থাপন করেছে তারা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar